রংপুর ১ আসনকে মাদকমুক্ত করতে গ্রাম পুলিশদের সহযোগিতা চাইলেন-বাবলু এমপি
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আসাদুজ্জামান বাবলুকে শুভেচ্ছা জানিয়েছেন গঙ্গাচড়া উপজেলা গ্রাম পুলিশ সমিতির সদস্যরা। শনিবার সকালে তার নিজ বাড়ি গঙ্গাচড়া সদরের ধামুরে এ শুভেচ্ছা জানান তারা।
এসময় সংসদ সদস্য আসাদুজ্জামান বাবলু গ্রাম পুলিশদের উদেশ্যে বলেন, আপনারা এই উপজেলারই সন্তান, আপনারা ভালো জানেন এই উপজেলায় মাদকের কি অবস্থা। আমি ঘোষণা দিয়েছি আমার সংসদীয় এলাকাকে বেকার মুক্ত করার, তাই বেকার মুক্ত করতে হলে আগে এই এলাকাকে মাদক মুক্ত করতে হবে। মাদক মুক্ত করা না গেলে বেকার মুক্ত সম্ভব না। আপনারা ভালো জানেন কোথায় কোথায় মাদক বিক্রি হয়। সেসব স্থানের কথা প্রাশাসনকে জানান এবং মাদক কারবারিদেরকে পুলিশের হাতে তুলে দেয়ার ব্যবস্থা করেন। আপনারা ছাড়া মাদক নির্মূল করা সম্ভব না। এসময় গঙ্গাচড়া উপজেলার ৯ ইউনিয়নের ৯৭ জন গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।