নামাজ আদায় করে বাড়ি ফেরা হলো না ময়েজ উদ্দিনের
লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাটের কালীগঞ্জে মসজিদ থেকে মাগরিবের নামাজ আদায় করে বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় ময়েজ উদ্দিন (৭৫) নামে এক বৃদ্ধ গুরুতর আহত হয়।
শনিবার (২০ জানুয়ারি) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় ওই উপজেলার কাকিনা চাঁপারতল এলাকায় ট্রাকের ধাক্কায় ময়েজ উদ্দিন আহত হয়। ময়েজ উদ্দিন উপজেলার কাকিনা চাঁপারতল পূর্বপাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানায়, প্রতিদিনের ন্যায় মাগরিবের নামাজ আদায় করে রাস্তা পার হওয়ার সময় লালমনিরহাট -বুড়িমারী মহাসড়কে একটি ট্রাক ময়েজ উদ্দিনকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করান। পরে সেখানকার দায়িত্বরত চিকিৎসরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। শনিবার (২০ জানুয়ারি) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কালীগঞ্জ থানার এস আই নুরুজ্জামান বলেন, ঘাতক ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। ড্রাইভার আটক আছে। কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।