৫ ফাল্গুন, ১৪৩১ - ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ - 17 February, 2025

বিরামপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক চালকের মৃত্যু

আমাদের প্রতিদিন
1 year ago
144


বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি:  

বিরামপুর ফায়ার সার্ভিস মোড়ে ঘন কুয়াশার কারণে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের চালক নিহত হয়েছে। নিহত চালক রুবেল হোসেন (৪৪) দিনাজপুর সদরের বড়ইল মোল্লাপাড়া গ্রামের লতি মঙ্গুলুর ছেলে।

জানা গেছে, শনিবার (২০ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঘন কুয়াশার মাঝে দিনাজপুর থেকে বগুড়াগামী ধানের তুষবাহী একটি ট্রাক বিরামপুর ফায়ার সার্ভিস মোড়ে একটি মোটরসাইকেলকে পাশ দিতে গিয়ে রাস্তার পাশে উল্টে যায়।

বিরামপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ হিশিকান্ত রায় জানান, দূর্ঘটনাস্থল থেকে ৪ জনকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে্র নিলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মনিরা পারভীন ট্রাকের চালককে মৃত: ঘোষণা করেছেন। অপর আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, ট্রাক উল্টে নিহত চালকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনদের কোন অভিয়োগ না থাকায় লাশ দাফনের জন্য স্বজনদের কাছ হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth