২১ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৬ ডিসেম্বর, ২০২৪ - 06 December, 2024

রংপুর ১ আসনের উন্নয়নে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চাইলেন-এমপি বাবলু

আমাদের প্রতিদিন
10 months ago
203


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধিঃ

রংপুর-১ আসনের নবনির্বাচিত এমপি আসাদুজ্জামান বাবলু গঙ্গাচড়ায় স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন। রোববার সন্ধ্যায় গঙ্গাচড়া উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে  তিনি মতবিনিময় করেন। মতবিনিময়কালে আসাদুজ্জামান বাবলু এমপি রংপুর ১ আসনের উন্নয়নে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করে বলেন,  আমার ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করে এই আসনের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারি সেজন্য আপনাদের সহযোগিতা চাই। বিশেষ করে বেকার যুবকদের কর্মসংস্থান ও তিস্তা ভাঙন রোধে কাজ ও সংসদীয় এলাকাকে মাদকমুক্ত করতে পারি। এখানকার কোথায় কি সমস্যা আছে তা আমাকে অবগতসহ পত্রিকার মাধ্যমে তুলে ধরলে সমস্যাগুলো মহান জাতীয় সংসদে উপস্থাপন করে সমস্যা  সমাধানের চেষ্টা করব।  আমি এলাকার সন্তান হিসেবে এলাকার উন্নয়ন করতে সকলের  দোয়া ও সহযোগিতা কামনা করছি। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ করার লক্ষ্যে কাজ করছেন। দেশে উন্নয়নের রোল মডেল হচ্ছে। কিন্তু সে-তুলনায় এ আসন অনেক পিছিয়ে আছে। প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারা এ এলাকায় সমান তালে নিতে সবার সহযোগিতা কামনা করছি । এছাড়া তাকে বিপুল ভোটে বিজয়ী করায় তিনি সকল জনগণের প্রতি কৃজ্ঞতা প্রকাশ করেন। মতবিনিময় কালে বক্তব্য রাখেন গঙ্গাচড়া প্রেসক্লাবের সহ-সভাপতি কমলাকান্ত রায়, যুগ্নসম্পাদক আব্দুল বারী স্বপন, তথ্য, সাংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক এসএম স্বপন, রিপোর্টাস ক্লাবের সভাপতি আব্দুল আলিম প্রামানিক, রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাকিরুল ইসলাম মন্টু, যুগ্নসম্পাদক নির্মল রায়, প্রেসক্লাব গঙ্গাচড়ার সাধারণ সম্পাদক বাবুল মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল বারী দুলাল, বাংলাদেশ প্রেসক্লাব গঙ্গাচড়ার সভাপতি সুজন আহমেদ, প্রেসক্লাব, গঙ্গাচড়ার সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক আব্দুল মতিন অভি  প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth