২৭ আশ্বিন, ১৪৩১ - ১২ অক্টোবর, ২০২৪ - 12 October, 2024

গঙ্গাচড়ায় ফেনসিডিলসহ দুই মাদক কারবারি আটক

আমাদের প্রতিদিন
8 months ago
213


গঙ্গাচড়া(রংপুর)প্রতিনিধিঃ

রংপুরের গঙ্গাচড়া মডেল থানা পুলিশের অভিযানে দুই মাদক কারবারি আটক হয়েছে। আটককৃতরা হলেন লালমনিরহাট জেলার  হাতিবান্ধা উপজেলার পূর্ব কাদমা এলাকার ওয়াহিদুল ইসলামের ছেলে মামুন ইসলাম (২০) ও আবুল বাসার এর ছেলে সুজন ইসলাম(২০)।

গঙ্গাচড়া মডেল থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, রোববার সন্ধ্যায়  গোপন সংবাদের ভিত্তিতে থানার একটি চৌকশ টিমএসআই মোঃ বেলাল হোসেন সংগীয় ফোর্সসহ উপজেলার  লক্ষ্মীটারী ইউনিয়নের মহিপুর ব্রিজের উত্তর পার্শ্বে পাকা রাস্তার উপর চেকপোস্ট করিয়া মামুন ইসলাম ও সুজন ইসলামকে ৮ বোতল ফেনসিডিলসহ আটক করে। আটককৃতরা লালমনিরহাট জেলার সীমান্ত এলাকা থেকে মোটরসাইকেল যোগে ফেনসিডিল নিয়ে রংপুর শহরের দিকে যাচ্ছিলো। এসময় মোটরসাইকেলটি জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে আটককৃতরা নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয় বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth