গঙ্গাচড়ায় নারী উদ্যোক্তাদের নিয়ে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত
গঙ্গাচড়া(রংপুর)প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) লাল-সবুজ মার্কেট প্লেসের নারী উদ্যোক্তাদের নিয়ে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা তথ্যকেন্দ্র এর আয়োজনে সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন। উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না'র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সাজু আহমেদ লাল, সহকারী কমিশনার (ভূমি))নয়ন কুমার সাহা, সমবায় অফিসার আবতাবুজ্জামান চয়ন, পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নান, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক আসাদুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদুর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা তথ্য কর্মকর্তা তাসনিম খুসবি সরকার, সঞ্চালনা করেন সহকারী শিক্ষক সফিয়ার মোঃ জাকিউল আলম স্বপন।অনুষ্ঠানে উপজেলার শতাধিক নারী উদ্যোক্তা উপস্থিত ছিলেন।