৫ আশ্বিন, ১৪৩১ - ২০ সেপ্টেম্বর, ২০২৪ - 20 September, 2024

কুড়িগ্রামের যাত্রাপুরে ৫ শতাধিক মানুষের মাঝে  বিজিবি'র শীতবস্ত্র বিতরণ

আমাদের প্রতিদিন
7 months ago
143


কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রাম ২২বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে কুড়িগ্রামের চর যাত্রাপুরে দুঃস্থ ও অসহায় প্রায় ৫ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

আজ সোমবার(২১ জানুয়ারি) সকালে যাত্রাপুর সীমান্ত ফাঁড়িতে এসব শীতবস্ত্র তুলে দেন ২২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আব্দুল মোত্তাকিম, অতিরিক্ত পরিচালক মেজর মো. মাহবুবুর রহমান, যাত্রাপুর সীমান্ত ফাঁড়ির সুবেদার সৈয়দ আলী প্রমুখ।

শীতবস্ত্র পাওয়া শীতার্ত রহিমা বেগম, আবেদ আলী, মজিবররা জানান, তাদের শীতবস্ত্র কেনার সামর্থ নেই। এই শীতবস্ত্রের মাধ্যমে এখন আমাদের কিছুটা হলেও শীত নিবারণ করতে পারবো।

লাইলী বেগম বলেন, গত কয়েকদিন ধরে খু্ব ঠান্ডা। রাতে ঘুমাইতে পারি না।আজ কম্বলটা পেয়ে খু্ব খুশি হলাম।অন্তত রাতে শান্তিতে ঘুমাতে পারবো।

কুড়িগ্রাম ২২ বিজিবি'র অধিনায়ক লেঃ কমান্ডার আব্দুল মুত্তাকিম বলেন, আমরা দৈনন্দিন কাজের পাশাপাশি আর্তমানবতার সেবায় বিভিন্ন দূর্যোগে মানুষের পাশে হাত বাড়াই।এরই ধারাবাহিকতা শীত প্রবণ এ অঞ্চলের দুঃস্থ ও অসহায় মানুষের জন্য  আজ যাত্রাপুর এলাকায় ৫ শত কম্বল বিতরণ করা হলো।আমাদের এ ধারা অব্যহত থাকবে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth