পীরগাছায় জেলা ছাত্র সমাজের আহবায়কের পক্ষ থেকে কম্বল বিতরণ
পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
জাতীয় ছাত্র সমাজ রংপুর জেলা শাখার আহবায়ক আরিফুল ইসলাম আরিফের পক্ষ থেকে পীরগাছা উপজেলার কৈকুড়ী ইউনিয়নের ২ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।আজ মঙ্গলবার দুপুরে স্থানীয় বকসীর দিঘী সংলগ্ন এইচ কে বি শিক্ষা নিকেতন স্কুল মাঠে এসব কম্বল বিতরণ করা হয়। এসময় পীরগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) আনিস, কৈকড়ী ইউনিয়ন জাতীয় পাটির সদস্য আলতাব হোসেন, ইউপি সদস্য আহমদ আলী, সমাজসেবক মুনছুর আলী মাষ্টার, রুস্তম আলী, আব্দুল হান্নান, পীরগাছা উপজেলা ছাত্র সমাজের সভাপতি ইসমাইল হোসেন সাদ্দাম, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন সাহেদ, সাবেক উপজেলা সদস্য সচিব মনিরুজ্জামান তারা, ইউনিয়ন ছাত্র সমাজের সোহানুর রহমান, রাসেল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।