গঙ্গাচড়া মহিলা কলেজে নব-নির্বাচিত সংসদ সদস্য বাবলুকে সংবর্ধনা
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য আসাদুজ্জামান বাবলুকে সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার (২৩ জানুয়ারী) গঙ্গাচড়া মহিলা কলেজের আয়োজনে কলেজ হলরুমে এ সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ আবুল কাশেমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু, বীর মুক্তিযোদ্ধা সোলায়মান আলী, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মতিন অভি, প্রতিষ্ঠানের দাতা সদস্য আবুল হোসেন ফটিকসহ প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। এসময় আসাদুজ্জামান বাবলু শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, দেশের নারীরা সব ক্ষেত্রে এগিয়ে গিয়েছে। আমাদের গঙ্গাচড়ার নারীরাও এগিয়ে যাবে। আমাদের মা-বাবা অনেক কষ্ট করে পড়াশুনা করায়। আমাদের উচিত সঠিকভাবে মনোযোগ দিয়ে পড়াশুনা করা।