বীরগঞ্জে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে দুই দিনব্যাপী ৪৫তম বিজ্ঞান মেলা উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনে সমৃদ্ধি এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন বীরগঞ্জ এর আয়োজনে এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরের বাস্তবায়নে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় মঙ্গলবার দুপুরে বীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে মেলার আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন ঘোষনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে এলাহী।
পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে এলাহীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জুলফিকার আলী শাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোনায়েম মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা আকতার বৃষ্টি প্রমুখ। আলোচনা সভা শেষে উপস্থিত তিনি অতিথিদের সাথে নিয়ে মেলায় বিভিন্ন ষ্টল পরিদর্শন করেন। এবারে মেলায় মোট ২২টি ষ্টল অংশগ্রহন করে।