উপজেলা পরিষদ নির্বাচনে পীরগঞ্জে সম্ভাব্য প্রার্থীদের দৌড় ঝাপ
পীরগঞ্জ রংপুর প্রতিনিধি:
রংপুরের পীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছেন। উপজেলা পরিষদ নির্বাচনের তারিখ ঘোষনার পর থেকেই অনেক প্রার্থীর ঘুম হারাম হয়ে গেছে। তারা পুরাতন কর্মি আত্মীয় -স্বজনদের খোঁজ খবর নেয়া শুরু করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্বশুরবাড়ী এবং জাপার চেয়ারম্যান এইচএম এরশাদের নির্বাচনী আসন এটি। এ আসনে জাপা ২ যুগ রাজত্ব করেছিল। আবার ৩৫ বছর পর আ’লীগ আসনটি উদ্ধার করে।
এখানে দু’বারের সাবেক সংসদ সদস্য ও বর্তমান উপজেলা চেয়ারম্যান নুর মোহাম্মদ মন্ডল নুরু মন্ডল আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনেও নিশ্চিত প্রার্থী হচ্ছেন। জাপার নুর আলম মিয়া যাদুর যিনি সদ্য সম্পন্ন সংসদ নির্বাচনে জামানত হারিয়েছেন তিনিও বিগত উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী ছিলেন। এবারেও তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করবেন মর্মে শোনা যাচ্ছে। এখানে বিএনপির সাংগঠনিক অবস্থা নড়বড়ে হওয়া ছাড়াও নির্বাচন বর্জনের দলীয় সিদ্ধানের কারনে বিএনপির কেউ নির্বাচনে অংশ নিচ্ছেন না। আওয়ামীলীগের সাবেক সম্পাদক জাহাঙ্গির হোসেন চৌধুরী ঘোড়া প্রতীক নিয়ে ইতিপুর্বে নির্বাচন করেছেন। এবারেও তিনি প্রার্থী হতে চায় । আওয়ামীলীগের দলীয় ব্যানারে নির্বাচন করে নুর মোহাম্মদ মন্ডলের কাছে পরাজিত হয়েছিলেন ছায়াদত হোসেন বকুল। বর্তমানে তিনি রংপুর জেলা আওয়ামীলীগের আহ্বায়ক । যদিও এখন আর সেই ইমেজ নেই তবুও তিনি প্রার্থী হচ্ছেন। এছাড়াও জাসদ নেতা সাদা মিয়াও চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যেই ডিজিটাল পোষ্টারে ছেয়ে দিয়েছেন গোটা উপজেলার দর্শনীয় স্থান সমুহ।
অল্প সময় বিশ্রামের পর আবারও এদের দৌড় ঝাপ শুরু হয়েছে। পুরোনো সম্পর্কের জের ধরে গোটা উপজেলার ১৫ ইউনিয়নের ৩০৮ টি গ্রামে সম্ভব প্রার্থীরা ঘুরে বেড়াচ্ছে। তবে এবারের নির্বাচনে দলীয় পৃতিক থাকবে কিনা বিষয়টি নিয়ে সকল প্রার্থী ও সাধারণ ভোটারদের মধ্যে নানান প্রশ্ন দেখা দিয়েছ।