২৮ ভাদ্র, ১৪৩১ - ১২ সেপ্টেম্বর, ২০২৪ - 12 September, 2024
amader protidin

পীরগাছায় দিনভর বিভিন্ন অনুষ্ঠানে সংসদ সদস্য টিপু মুন্সি

আমাদের প্রতিদিন
7 months ago
90


পীরগাছা(রংপুর)প্রতিনিধি:

রংপুরের পীরগাছায় দুদিন ব্যাপী বিজ্ঞান মেলার শেষ দিনে কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, রংপুর—৪ আসনের সংসদ সদস্য, সাবেক বানিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি।

বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি এই প্রতিপাদ্যে ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ৮ম বিজ্ঞান বিষয়ক সমাপনী দিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি তছলিম উদ্দিন, সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, জেলা পরিষদ সদস্য আব্দুল হান্নান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়াজেদ আলী সরকার প্রমুখ। মেলার প্রতিটি স্টল ঘুরে দেখেন সংসদ সদস্য টিপু মুনশি। অনুষ্ঠানে প্রধান অতিথি মেলায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া স্টল সমুহকে শুভেচ্ছা ক্রেস্ট প্রদান করেন। পরে তিনি উপজেলা পরিষদ হলরুমে এক অনুষ্ঠানে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ, বিভিন্ন স্কুল—কলেজের প্রধানদের নিকট বেঞ্চ প্রদান এবং এশিয়ান টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন। এসময় প্রধান অতিথিকে সম্মননা স্মারক প্রদান করা হয়।    

সর্বশেষ

জনপ্রিয়