পীরগাছায় দোকান মালিক ব্যবসায়ী সমিতির উদ্যোগে দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
পীরগাছা(রংপুর)প্রতিনিধি:
রংপুরের পীরগাছা বাজার দোকান মালিক ব্যবসায়ী সমিতির উদ্যোগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মানবতাবোধ জাগ্রত হোক, বিবেকের তাড়নায় এই প্রতিপাদ্যে আজ বৃহস্পতিবার (২৫ জানু: ) বিকেলে ব্যবসায়ী সমিতি কার্যালয়ের সামনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন।
এসময় ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল ইসলাম রাঙা, সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, পীরগাছা সদর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা, কোষাধ্যক্ষ আব্দুল মান্নান, গ্রুপ প্রতিনিধি টিটু মোল্লা, জাহাঙ্গীর আলম জালাল, পল্লী চিকিৎসক আজিজুল ইসলাম, আতিকুর রহমান অলিপ, আজিমুল্লাহ, দুলাল মিয়া, আমজাদ হোসেন, রাজু মুন্সি, আতিয়ার রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। প্রতি বছরের ন্যায় চলতি বছর শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় পীরগাছা বাজারের বিভিন্ন দোকানের কর্মচারী, শ্রমিক, কেটে খাওয়া অসহায় মানুষের মাঝে ৩ শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়।