বিরামপুরে ট্রেনের ধাক্কায় কলেজ ছাত্র নিহত

বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি:
বিরামপুর রেল স্টেশনে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে ট্রেন থেকে নামতে গিয়ে এক কলেজ ছাত্রের মৃত্যু ঘটেছে।
জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস আন্ত:নগর ট্রেনটি বৃহস্পতিবার সকাল ৭টা ২০ মিনিটে বিরামপুর রেল স্টেশন অতিক্রম করছিল। বিরামপুর স্টেশনে স্টপেজ না থাকায় এই স্টেশনে চলন্ত ট্রেন থেকে গোলাম রব্বানী (১৭) নামে এক কলেজ ছাত্র নামতে গিয়ে প্লাট ফরম ও ট্রেনের মধ্যবতীর্ সরু ফাঁকের মধ্যে পড়ে যায়। এতে সে ট্রেনের ধাক্কায় রক্তাক্ত জখম হয়। ট্রেন চলে যাওয়ার পর বিরামপুর ফায়ার সার্ভিস কমীর্রা তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ জান্নাতুন ফেরদৌস তাকে মৃত: ঘোষণা করেন। নিহত রব্বানী পার্শ্ববতীর্ নবাবগঞ্জ উপজেলার কুতুব গ্রামের মনোয়ার হোসেনের ছেলে এবং জয়পুরহাট সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক ১ম বর্ষের ছাত্র। বৃহস্পতিবার ভোরে বাড়ি ফেরার উদ্দেশ্যে জয়পুরহাট থেকে ভ’লক্রমে পঞ্চগড় এক্সপ্রেস টেনে উঠে স্টপেজ না থাকা স্বত্বেও চলন্ত ট্রেন থেকে বিরামপুর স্টেশনে নামতে গিয়ে দূর্ঘটনায় পড়ে।
পার্বতীপুর জিআরপি থানার ওসি একেএম নূরুল ইসলাম জানান, স্বজনদের আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।