নাগেশ্বরীতে ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
নাগেশ্বরী(কুড়িগ্রাম)প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সমন্বিত খামার স্থাপন ও সম্প্রসারণ এবং বায়োগ্যাশ প্রযুক্তি বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ধীন যুব উন্নয়ন অধিদপ্তর কতৃর্ক বাস্তবায়নাধীন দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তি নির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা ইনপ্যাক্ট তৃতীয় পর্যায় (প্রথম সংশোধধিত) শীর্ষক প্রকল্পের আওতায় বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার কাউছার আহাম্মেদ এর সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, বিশেষ অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান আমিনা বেগম অনন্যা, কোর্স পরিচালক যুব উন্নয়ন অফিসার মকবুল হোসেন, সহকারী যুব উন্নয়ন অফিসার আব্দুর রাজ্জাক প্রমুখ।