২৯ ভাদ্র, ১৪৩১ - ১৩ সেপ্টেম্বর, ২০২৪ - 13 September, 2024
amader protidin

কাউনিয়ায় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী

আমাদের প্রতিদিন
7 months ago
132


কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ

রংপুরের কাউনিয়ায় দুইদিন ব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ  এবং বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ ২৫ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে উপজেলার কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মায়া গ্রুপের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া। উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিদুল হকের সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা শামসুজ্জামান আজাদ এর সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফ মাহফুজ, উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, সমাজসেবা কর্মকর্তা সামিউল ইসলাম প্রমুখ। পরে মেলায় অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের ক্রেস্ট প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

 

সর্বশেষ

জনপ্রিয়