২৭ আশ্বিন, ১৪৩১ - ১২ অক্টোবর, ২০২৪ - 12 October, 2024

ফুলবাড়ীতে রান্নাঘর থেকে ২৩৯ বোতল ইস্কাপ উদ্ধার

আমাদের প্রতিদিন
8 months ago
151


ফুলবাড়ী(কুড়িগ্রাম)প্রতিনিধি: 

কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে দুই মাদক কারবারীকে আটক করেছে। এসময় পুলিশ তাদের বাড়ীর রান্নাঘরে বিশেষ ভাবে লুকানো অবস্থায় ২৩৯ বোতল ইস্কাপ উদ্ধার করে। আটক মাদক কারবারী উপজেলার উত্তর কুটিচন্দ্রখানা গ্রামের মৃত বক্তার আলী ছেলে মোঃ জাহেদুল হক (৪২) ও আব্দুল হামিদ এর ছেলে হাসান আলী (২৫)।

কুড়িগ্রাম পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিদ্বয় বিশেষ কায়দায় রান্নাঘরে মাদক বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করে রেখেছিল। পুলিশের চৌকস অভিযানে মাদকসহ হাতেনাতে গ্রেফতার হয়েছে ওই দু’জন মাদক কারবারীকে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth