গঙ্গাচড়ায় তিনতলা মসজিদের নির্মাণ কাজের উদ্বোধন করলেন বাবলু এমপি
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধিঃ
গঙ্গাচড়া সদরের ধামুর বোল্লারপাড় এলাকায় তিনতলা মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করলেন গঙ্গাচড়া-১ আসনের সংসদ সদস্য মোঃ আসাদুজ্জামান বাবলু।
শুক্রবার (২৬জানুয়ারি) জুম্মার নামাজ শেষে বোল্লারপাড় এলাকায় তিনতলা মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি। এসময় গঙ্গাচড়া সদর ইউনিয়নের চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু, লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফয়সাল হোসেন আশরাফী, গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগের মানবকল্যাণ বিষয়ক সম্পাদক আশেকুজ্জামান লিটন, ইউপি সদস্য মোজাম্মেল হক, মসজিদের ইমাম, সভাপতিসহ শতাধিক মুসল্লীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনকালে এমপি বলেন, বর্তমান সরকার সকল ধর্মের মানুষকে সমানভাবে বিবেচনা করে। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার মাধ্যমে আমার নির্বাচনী এলাকার প্রতিটি মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, মন্দির ও শ্মশানে একাধিকবার অনুদানের মাধ্যমে গঙ্গাচড়া-১ আসন মডেল শহরে রুপান্তর করার চেষ্টা চালিয়ে যেতে চাই। আপনারা সকলে আমার পাশে থাকবেন আশা রাখি।