২৩ আশ্বিন, ১৪৩১ - ০৮ অক্টোবর, ২০২৪ - 08 October, 2024

নছিমন উল্টে গরু ব্যবসায়ীর মৃত্যু

আমাদের প্রতিদিন
8 months ago
179


লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের হাতীবান্ধায় নছিমন গাড়ী উল্টে আফজাল হোসেন নামে এক ব‌্যক্তির মৃত‌্যু হয়েছে।আজ শুক্রবার সকালে ওই উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া চিড়ারমিল এলাকায় এ দূঘর্টনা ঘটে। আফজাল হোসেন (৫০) ওই উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ২নং ওয়ার্ডের আব্দুর রহমানের পুত্র বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, হাতীবান্ধা-ভেলাগুড়ি সড়ক দিয়ে নছিমন গাড়ীতে গরু নিয়ে হাটে যাচ্ছিলো আফজাল হোসেনসহ কয়েকজন। এসময় দইখাওয়া চিড়ারমিল এলাকায় গাড়ী উল্টে যায়। এতে ঘটনাস্থলেই আফজাল হোসেনের মৃত‌্যু হয়।

হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউ-পি চেয়ারম‌্যান মোনাব্বেরুল হক মোনা এ ঘটনার সত‌্যতা নিশ্চিত করেছেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth