২৭ ভাদ্র, ১৪৩১ - ১১ সেপ্টেম্বর, ২০২৪ - 11 September, 2024
amader protidin

পার্বতীপুরে তাহসিনুল কোরআন একাডেমির উদ্বোধন

আমাদের প্রতিদিন
1 year ago
1K


পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুরে ব্যক্তি উদ্যোগে তাহসিনুল কোরআন একাডেমি নামে একটি ইসলামিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয়েছে। সেখানে কোরআন সংক্রান্ত গবেষণা এবং মাদ্রাসায় ইসলামিক শিক্ষা দেওয়া হবে। প্রায় ৩৯ শতক জমির উপর নির্মাণ করা হয়েছে মাদ্রাসার একাডেমিক ভবনসমূহ। নির্মাণাধীন রয়েছে মসজিদের কাজ। একাডেমিটিতে যে সমস্ত বিভাগ খোলা হয়েছে তার মধ্যে নূরানী, হিফজুল কোরআন, প্লে-পঞ্চম শ্রেণি পর্যন্ত জাতীয় শিক্ষাক্রম, কিতাব বিভাগ, স্কুলগামী বাচ্চাদের মক্তব ও হিফজ বিভাগ।

আবাসিক-অনাবাসিক, ডে-কেয়ার ব্যবস্থাপনা রয়েছে সেখানে। প্রতিষ্ঠানটির ব্যক্তি উদ্যোক্তা তাহসিন আহমেদ। সোমবার (২১ নভেম্বর) বিকেলে পার্বতীপুর-রংপুর আঞ্চলিক মহাসড়ক ক্যানেল সংলগ্ন স্থানে একাডেমিক ভবনটি উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ মোঃ হাফিজুল প্রামাণিক। সঙ্গে ছিলেন নবনির্বাচিত পৌর মেয়র মোঃ আমজাদ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষ্যে আলোচনা সভা ও ওয়াজ মাহফিলের ব্যবস্থা করা হয়। সমস্ত কর্মসূচিতেই প্রধান অতিথি ছিলেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব, মুহতামিম, গওহরডাঙ্গা মাদ্রাসা ও ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের গভর্নিং মেম্বার আল্লামা মুফতি রুহুল আমিন (দা.বা)।

মওলানা মোহাম্মদ শামছুল হুদা খানের সভাপতিত্বে ওয়াজ ফরমান সহকারী অধ্যাপক মওলানা মোহাম্মদ মিলনপুরী, পার্বতীপুর গুলশান নগর জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতী নূর হুসাইন সিরাজী, আরাবিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা শরিফুল ইসলাম, ইসলামিয়া আল আরাবিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মোশারফ হোসাইন প্রমুখ। আমন্ত্রিত অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল মোমিনিন, পৌর আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন সমাজ ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক অভি।

সর্বশেষ

জনপ্রিয়