ঘোড়াঘাটে ২দিন ব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে ২দিন ব্যাপী ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে ফিতা কেটে এ মেলার উদ্বোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার শাহানসা। এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম।
এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুব সাত্তার সরকার, একাডেমিক সুপার ভাইজার ধ্বীরাজ সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিুজর রহমান, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টু সহ অনেকে উপস্থিত ছিলেন। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪১টি স্টল স্থান পায়। শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।