ঘোড়াঘাটে রানীগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে রানীগঞ্জ সরকারি ২য় দ্বি-মুখী উচ্চ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে ২০২৪ সালের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থীদের নবীন বরন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুর ২ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে এস এস সি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাফে খন্দকার সাহানশা।
অনুষ্ঠানে সহকারী শিক্ষক মনোরঞ্জন মোহন্ত ভুট্টু'র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ সরকার এসএম মনিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সাত্তার সরকার, উপজেলা একাডেমিক সুপার ভাইজার ধ্বীরাজ সরকার। আরও বক্তব্য রাখেন রানীগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মহিউদ্দিন, সিনিয়র শিক্ষক জয়নাল আবেদীন, প্রভাষক শাহ জাহান রাজু, আজাদুর রহমান, আবুল কালাম, রবিউল ইসলাম, ওবায়দুল ইসলাম, সহকারী শিক্ষক আশাপূর্ন ব্যানার্জি, বকুল সরকার, আলিমুর খন্দকার, উৎপল সরকার, মাসুদুর রহমান প্রমুখ।