গঙ্গাচড়ায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় বিএনপি-জামায়াত জোটের অগণতান্ত্রিক কর্মকাণ্ড, সন্ত্রাস,নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির বিরুদ্ধে শান্তি, গণতন্ত্র ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে দলীয় কার্যালয়ের সামনে নেতা কর্মীদের অবস্থান ও শান্তি সমাবেশ করেছে গঙ্গাচড়া উপজেলা আওয়ামী লীগ । এসময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, সহ-সভাপতি আমিনুর ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, সাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল পাভেল, শিক্ষা ও মানব সম্পদ কল্যাণ বিষয়ক সম্পাদক আশেকুজ্জামান লিটন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মতিন অভি, দপ্তর সম্পাদক জাহেদুল ইসলাম, সদস্য সাইয়েদুল ইসলামসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন