বিরলের কাজীপাড়া (বাংলাপাড়া) জামে মসজিদ এর স্মার্ট কমপ্লেক্স নির্মাণ কাজের শুভ উদ্বোধন
আতিউর রহমান, বিরল (দিনাজপুর):
বিরলের কাজীপাড়া (বাংলাপাড়া) জামে মসজিদ এর স্মার্ট কমপ্লেক্স নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। ১৯৪৮ খ্রিস্টাব্দে স্থাপন হওয়া তৎকালীন নির্মিত মসজিদ কমপ্লেক্সটি অপসারণ করে ২০২৪ খ্রিস্টাব্দে পূণরায় একটি যুগোপযোগী স্মার্ট মসজিদ কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগর প্রধান অতিথি হিসেবে মসজিদ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের শুভ উদ্বোধন করেন।
মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব মোল্লা মোঃ ইলিয়াস এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিরল পৌর আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদ হোসেন সাজু, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এম আব্দুল লতিফ, যুগ্ম সাধারণ সম্পাদক ও রাণীপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল্লামা আজাদ ইকবাল লাবু, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আব্দুল মালেক, বিরল প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আতিউর রহমান, মতিউর রহমানসহ এলাকার সম্মানিত হাজী সাহেববৃন্দ উপস্থিত ছিলেন।
ভিত্তি প্রস্তরের শুভ উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোলা ইমামুল হক পলাশ। ভিত্তি প্রস্তরের শুভ উদ্বোধন ও আলোচনা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম মোঃ আশরাফুল ইসলাম।
মসজিদ নির্মাণ কাজে সহযোগিতার জন্য কাজীপাড়া (বাংলাপাড়া) জামে মসজিদ এর নামীয় সোনালী ব্যাংক লিমিটেড বিরল শাখার ১৮০৬৯৩৪০০১৮৩৪ হিসাব নম্বরে অথবা সভাপতি মোল্লা মোঃ ইলিয়াস এর ০১৭১৪২৫৮৮৮৮ মুঠোফোনে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।