২৩ আশ্বিন, ১৪৩১ - ০৮ অক্টোবর, ২০২৪ - 08 October, 2024

রংপুরে দৈনিক যুগান্তরের ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
8 months ago
209


স্টাফ রিপোর্টার:

পাঠকপ্রিয় জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। দৈনিক যুগান্তর দুই যুগ পেরিয়ে পঁচিশে পদার্পণ উপলক্ষে যুগান্তর স্বজন সমাবেশ ও রংপুর ব্যুরো অফিসের আয়োজনে রংপুর জেলা প্রশাসকের সভা কক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে রংপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোবাশ্বের হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দৈনিক যুগান্তর রংপুর ব্যুরো প্রধান ও রংপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুব রহমানের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন, রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.ডব্লিউ.এম. রায়হান শাহ্, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ রেজাউল করিম,  অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: আব্দুল মান্নান,সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ভূমি অধিগ্রহণ শাখা) মোকলেদা খাতুন মীম, রংপুর প্রেসক্লাবের সদস্য সিনিয়র সাংবাদিক মাহবুবুল ইসলাম, জয়নাল আবেদীন, জাভেদ ইকবাল, একেএম মঈনুল হক, জাহাঙ্গীর আলম বাদল, রেজাউল ইসলাম বাবু, রংপুর বিয়াম মডেল স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ আহসান হাবিব, রংপুর প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বাপ্পী, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়শন রংপুরের সভাপতি মমিনুল ইসলাম রিপন, রংপুর ফটো জার্নালিষ্ট এসোসিয়শনের সভাপতি আদর রহমান, রংপুর সিটি প্রেসক্লাবের কার্যকারী সদস্য ও দৈনিক যুগান্তর রংপুর ব্যুরো অফিসের ফটো সাংবাদিক উদয় চন্দ্র বর্মন, স্বজন সমাবেশ রংপুর জেলা কমিটির আহবায়ক কবি বাদল রহমান, রংপুর রিপোর্টার্স ক্লাবের সাবেক সাহিত্য—সাংস্কৃতিক সম্পাদক ও স্বজন সমাবেশের সদস্য সচিব হারুন উর রশিদ সোহেল। এসময় উপস্থিত ছিলেন, রংপুর রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও চ্যানেল টুয়েন্টি ফোরের রংপুর ব্যুরো প্রধান ফখরুল শাহিন, একাত্তর টিভির রংপুর অফিসের ভিডিও জানার্লিষ্ট শাহিন আলম, নববী ফেরদৌস রাফি, দৈনিক আমাদের প্রতিদিনের বার্তা সম্পাদক সৈয়দ বোরহান কবির বিপ্লব, দৈনিক ইত্তেফাকের ফটো সাংবাদিক রাশেদ রাব্বী, স্বজন সমাবেশ রংপুর জেলা কমিটির সদস্য রাজিয়া সুলতানা রিমি, আনোয়ারা আশা, আফরিন, মাহমুদুল হাসান মানিক, নুর মোহাম্মদ রিজু প্রমুখ। এছাড়া অনুষ্ঠানে প্রশাসনের কর্মকর্তা—কর্মচারি, রংপুর প্রেসক্লাব, সিটি প্রেসক্লাব, রংপুর রিপোর্টার্স ক্লাব, রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে), বাংলাদেশ ফটো জানার্লিষ্ট এসোসিয়ন, রংপুর ফটো জানার্লিষ্ট এসোসিয়েশনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন পত্রিকা—অনলাইন, টেলিভিশনের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায়, দৈনিক যুগান্তরের সমৃদ্ধি কামনা করা হয়। অনুষ্ঠানে যুগান্তরের স্বপ্নদ্রষ্টা ও যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলামকে স্মরণ করে তার রুহের মাগফেরাত কামনা করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth