রংপুরে প্রধানমন্ত্রীর পক্ষে দুস্থ নারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিবেদক:
রংপুরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পাঁচ শতাধিক অসহায় - দুস্থ নারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন সংরক্ষিত আসনের এমপি প্রার্থী ডা. শর্মিলা সরকার রুমা।
আজ শনিবার নগরীর হাজিরহাটের অভিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নারীদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন তিনি।
কম্বল বিতরণ কালে ডা. শর্মিলা সরকার রুমা বলেন, জননেত্রী শেখ হাসিনা স্বপ্ন দেখেন দেশের মানুষের মুখে হাসি ফোঁটাতে, তাদের সুখে হাসতে, জনগণের সুখই যেন আমার নেত্রীর সুখ।আমিও চেষ্টা করি সব সময় মানুষের পাশে থাকার।আর তাঁরই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবারও মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অসহায় নারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলাম।
এসময় উপস্থিত ছিলেন হাজীরহাট থানা আ'লীগের সদস্য শ্রী মিলন চন্দ্র রায়,থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক খায়রুজ্জামান রনি,২ নং ওয়ার্ড আ'লীগের সদস্য ইউসুফ আলী,ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিলাদুন্নবী জীবন প্রমুখ।