দেড় মাস পর হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানি শুরু, কমেছে দাম
হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
দেড় মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থল বন্দর দিয়ে ভারত হতে আলু আমদানি শুরু হয়েছে। শনিবার (৩ ফেব্রুয়ারী) দুপুর ২টা ৩০ মিনিটে আলু বোঝায় একটি ট্রাক ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে। এই আলুগুলো মেসার্স মুক্তা এন্টার প্রাইজ নামে এক আমদানিকারক প্রতিষ্ঠান ১৫০ মার্কিন ডলারে ভারত থেকে আমদানি করছেন। দুপুর ৩টা ৩০ মিনিট নিউজ করা পর্যন্ত একটি ট্রাকে ২৫ মেট্রিকটন আলু আমদানি হয়।
এদিকে আলু আমদানির খবের খুচরা বাজারে এক দিনের ব্যবধানে কমেছে দেশি আলুর দাম। কেজি প্রতি ৫ টাকা কমে বর্তমানে দেশি আলু বিক্রি হচ্ছে ২০ টাকা দরে। ভারত থেকে আমদানি হবে এমন সংবাদে খুচরা বাজারে কমেছে দাম বলছেন ব্যবসায়ীরা। দাম কমাতে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।
আলু আমদানিকারক বাবু বলেন, দেশে আলুর দাম স্বাভাবিক রাখতে ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে। দেশের থেকে ভারতে আলুর দাম বেশি হওয়ার কারনে আলু আমদানি করে লোকসানের মধ্যে পড়তে হবে। যদি সরকার আলু আমদানির উপর যে শুল্ক আরোপ করেছে তা কমিয়ে দিলে আমাদের আলু আমদানিকারকদের সুবিধা হতো।