বিদ্যুতের মামলায় শিক্ষক গ্রেপ্তার
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের হারাগাছে বিদ্যুতের মামলায় মো. শাহাজাহান মিয়া নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (০৫ ফেব্রুয়ারি) দিনগত রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শাহাজাহান গঙ্গাচড়া উপজেলার মর্ণেয়া ইউনিয়নের দক্ষিণ মৌভাষা হামিজ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং ওই গ্রামের আবুজার রহমানের ছেলে।
হারাগাছ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, গ্রেপ্তার শাহাজাহান হারাগাছ থানাধীন গুলালবুদাই এলাকার ঠিকানায় বিদ্যুৎ ব্যবহার করাকালীন তার বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে সোমবার রাতে হারাগাছ এবং গঙ্গাচড়ার সীমান্ত এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।