বঙ্গবন্ধুর ম্যুরালে রংপুর মহানগর ছাত্রলীগের নতুন কমিটির শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রংপুর মহানগর ও কারমাইকেল কলেজ ছাত্রলীগের নবনির্বাচিত নেতারা।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী ) নগরীর জিলা স্কুলের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা জানান তারা।
রংপুর মহানগর ছাত্রলীগের সভাপতি শাহজাহানুর ইসলাম সৌরভ ও সাধারণ সম্পাদক রিপন বাবুর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়। এর আগে ঢাকা থেকে বিমানে সৈয়দপুরে এবং সৈয়দপুর থেকে কয়েক শতাধিক মোটরসাইকেল ও গাড়ির শোডাউন নিয়ে রংপুর নগরীতে এসে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন নেতৃবৃন্দ।
উল্লেখ, গত শনিবার রাতে শাহজাহানুর ইসলাম সৌরভকে সভাপতি ও রিপন বাবুকে সাধারণ সম্পাদক রংপুর মহানগর ছাত্রলীগের ২৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেয় সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।