গঙ্গাচড়া যুব মঞ্চের মতবিনিময় সভা অনুষ্ঠিত
গঙ্গাচড়া(রংপুর)প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় তারুণ্যের ভাবনায় উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সন্ধ্যায় গঙ্গাচড়া যুব মঞ্চের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। যুব মঞ্চের সমন্বয়ক আল আমিন এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন গঙ্গাচড়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু। সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সদস্য আনিচুর রহমান আনিচ,উপজেলা যুবলীগের সাবেক সভাপতি জাহেদুল ইসলাম লেবু, সাবেক ছাত্র নেতা কামরুজ্জামান স্বাধীন, বিশিষ্ট ঠিকাদার কামেল শেরাফী মাহবুব রাজিব প্রমুখ। এসময় যুবমঞ্চের বিভিন্ন ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।