নাগেশ্বরীতে শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুস্থ ও শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সেফ এন্ড পোভার্টি এলিভিয়েশন ফাউন্ডেশনের উদ্যোগে, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাসুদুর রহমান মাসউদ এর তত্ত্বাবধায়নে কয়েক দিনব্যাপী বিভিন্ন এলাকায় ৫ শাতধিক কম্বল বিতরণ করা হয়। এর অংশ হিসেবে গতকাল বিকেলে উপজেলার বেরুবাড়ী আল মদিনা ক্যাডেট মাদরাসা মাঠে এসব কম্বল বিতরণ করেন তারা। এ সময় উপস্থিত ছিলেন সেফ এন্ড পোভার্টি এলিভিয়েশন ফাউন্ডেশনের পরিচালনা পরিষদের সদস্য কেএম মাওলানা মো. রিয়াজুল ইসলাম রুহী, অজুর্ন সিংহ রায়, মমিনুল ইসলাম মমিন, সম্পাদকীয় পরিষদের সদস্য আবু সাঈদ, পরিকল্পনা পরিষদের সদস্য ইয়াসিন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল খায়ের ছোটন, কোষাধ্যক্ষ শাওন আহমেদ লেবু, সমাজসেবা বিষয়ক সম্পাদক আবু মোন্নাফ আলী, প্রকাশনা সম্পাদক রুমান, ত্রাণ ও বস্ত্র বিষয়ক সম্পাদক আব্দুর রউফ সবুজ, মাদরাসা বিষয়ক সম্পাদক হাফেজ মো. আশরাফুল ইসলাম, অপারেশন ও মিটিং বিষয়ক সম্পাদক খাদেমুল ইসলাম, সদস্য তামিম ইসলাম প্রমুখ।