৫ আশ্বিন, ১৪৩১ - ২০ সেপ্টেম্বর, ২০২৪ - 20 September, 2024

হরিনাবাড়ীতে দুই সহস্রাধিক ইউক্লিপটাস গাছ নাম মাত্র দরে কর্তন

আমাদের প্রতিদিন
7 months ago
172


পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধি:

গাইবান্ধার পলাশবাড়ীর উপজেলার ৯ নং হরিনাথপুর ইউনিয়নে পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে থেকে তালুকজামিরা লিচুর ভিটা পর্যন্ত রাস্তার দুই পাশে ইউক্লিপটাস গাছ সহ অন্যান্য  মিলে প্রায় ২৩৭৭টি গাছ চেয়ারম্যানের নেতৃত্বে কাটা হচ্ছে।

এলাকাবাসী জানায় গতকাল থেকে এ গাছ গুলি কাটা হচ্ছে। যা জমির মালিকদের ক্ষতি পুরণ দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়নি।নিলামের কাগজ পত্রের ব্যাপারে ৩ নং ওয়ার্ড সদস্য মাসুদ কে ফোন করলে তার ফোন বন্ধ পাওয়া যায়। গাছ কাটার দায়িত্বে থাকা হারুন ও মোকলেছ এর সাথে কথা বললে তারা কেউ দরপত্রের  কাগজ দেখাতে পারেননি। সব কিছু ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম  জানে বলেও জানান তারা।চেয়ারম্যান জাহাঙ্গীরের সাথে মুঠোফোনে বহুবার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth