গঙ্গাচড়ায় নছিমন গাড়ী উল্টে নিহত-১
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় নছিমন গাড়ী খাদে পড়ে কাঠ ব্যবসায়ীর মৃত্যু ও চালক আহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার মর্ণেয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত ইদ্রিস আলী রংপুর নগরীর বুড়িরহাট মন্টুর মিল এলাকার বাসিন্দা এবং আহত চালক শামীম মিয়া গঙ্গাচড়া উপজেলার ভুটকা গ্রামের বাসিন্দা।
গঙ্গাচড়া থানা পুলিশ ও স্থানীয়রা জানান, ইদ্রিস আলী মর্নেয়া ইউনিয়নের ভাঙ্গাগড়া বাজারে নির্মাণাধীন মুজিব বর্ষের ঘরে কাঠ সরবরাহ করত। বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ৬টায় বুড়িরহাট হইতে শামীম মিয়ার নছিমন গাড়িতে করে ভাঙ্গা গড়া বাজারের উদ্দেশ্যে আসতেছিল। পথিমধ্যে মর্ণেয়া ইউনিয়নের তোতার মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নসিমনটি উল্টে গিয়ে জৈনিক সোনা মিয়ার ভুট্টা ক্ষেতে পড়ে যায়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন নসিমন চালক শামীম মিয়া ও ইদ্রিস আলীকে রংপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করায়। ইদ্রিস আলী চিকিৎসাধীন অবস্থায় মারা যায় এবং চালক শামীম মিয়া প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় চলে যায়।