২২ আশ্বিন, ১৪৩১ - ০৭ অক্টোবর, ২০২৪ - 07 October, 2024

বিরামপুরে মাঠ থেকে গ্রাম পুলিশের লাশ উদ্ধার

আমাদের প্রতিদিন
7 months ago
184


বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

বিরামপুর উপজেলার দেশমা সাঁওতাল পাড়ার মাঠ থেকে থানা পুলিশ শনিবার সকালে (১০ ফেব্রু:) মঞ্জুরুল ইসলাম (৬০) নামে এক গ্রাম পুলিশের লাশ উদ্ধার করেছে। নিহত মঞ্জুরুল ৫নং বিনাইল ইউনিয়নের ১নং ওয়ার্ডের কর্মরত গ্রাম পুলিশ এবং তিতশ্বর গ্রামের মৃত: নছির ফকিরের ছেলে।

নিহতের ছেলে সোহাগ বাবু জানায়, তার পিতা শুক্রবার  রাতে বাড়ি ফিরেনি। তার পিতা চোলাই মদে আসক্ত ছিল। শনিবার সকালে দেশমা সাঁওতাল পাড়ার অদুরে ফাঁকা মাঠে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা স্বজন ও থানা পুলিশকে সংবাদ দেন। পরিবারের ধারনা সাঁওতাল পাড়ায় অতিরিক্ত চোলাই মদ পানে তার মৃত্য ঘটে থাকতে পারে।

বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর এম, আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং থানায় একটি ইউডি মামলা করা হয়েছে

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth