হাফেজ ছাত্রদের পাশে দাঁড়ালেন "চিলমারী সোস্যাল সার্ভিস অর্গানাইজেশন"
হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম):
কুড়িগ্রামের চিলমারীতে এ এন এ মডেল নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার, হাফেজ ছাত্রদের পাশে দাঁড়ালেন "চিলমারী সোস্যাল সার্ভিস অর্গানাইজেশন"।
গতকাল শুক্রবার (৯ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৭ টার সময়, চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ডের নয়াবস, নতুনগ্রাম এলাকায়, এ এন এ মডেল নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার- হেফজ বিভাগের ছাত্রদের মাঝে ''পবিত্র কুরআন শরীফ ও রেহেল তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। পরে হেফজ বিভাগের সকল ছাত্র ও শিক্ষক (হুজুর) দের কে একবেলার (রাতের) খাবার খাওয়ানো হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, চিলমারী সোস্যাল সার্ভিস অর্গানাইজেশনের ও ব্লাড ব্যাংক চিলমারীর উপদেষ্টা মোঃ শফিকুল ইসলাম মিজান, CSSYO এর প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ লিমন আহম্মেদ,
সহ সভাপতি মোঃ আতিকুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান পারভেজ, সাংগঠনিক সম্পাদক মোঃ জামেদুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ কামরুল ইসলাম, থানাহাট ইউনিয়ন সভাপতি মোঃ সায়েম ইসলামসহ আরও অনেকে উপস্থিত থেকে আলোচনা সভায় বক্তব্য রাখেন। পরে আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।