২৮ ভাদ্র, ১৪৩১ - ১২ সেপ্টেম্বর, ২০২৪ - 12 September, 2024
amader protidin

তারাগঞ্জ হাইওয়ে থানায় ওপেন হাউজ ডে  অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
7 months ago
153


পাগলাপীর (রংপুর) প্রতিনিধিঃ

“আইন মেনে সড়কে চলি নিরাপদে ঘড়ে ফিরি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের আয়োজনে  ওপেন হাউজ ডে  অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বালাবাড়িবাজারে বেলা ১২ টায় তারাগঞ্জ হাইওয়ে থানার ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত হয়। তারাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খান শরীফুল ইসলাম বক্তব্যে বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে। (ওসি) খান শরীফুল ইসলাম  আরও বলেন, মাদকের সঙ্গে কোনো আপোষ নেই। মহাসড়কে সার্বক্ষণিক পুলিশ নজরদারি, ট্রাফিক আইন লঙ্ঘনকারী গাড়িকে সনাক্ত করা সহ নানান কাজ করতেছে তারাগঞ্জ হাইওয়ে পুলিশ।  আমাদের প্রধান কাজ হল মহাসড়কে যানজট মুক্ত করে  গাড়ির গতি ফেরানো ও মহাসড়কে চুরি, ছিনতাই, চাঁদাবাজি, রোদে আমরা কাজ করে আসতেছি , আমরা মহাসড়কে পুলিশ টহল জোরদার করছি। ওপেন হাউজ ডে অনুষ্টানে উক্ত থানার এস আই/ এ এস আই  সহ গাড়ির চালক / হেলপার , রাজনৈতিক ব্যক্তি ও মটর শ্রমিক নেতাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন  উপস্থিত ছিলেন।

 

 

 

সর্বশেষ

জনপ্রিয়