পার্বতীপুর বঙ্গবন্ধু সরকারী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০২৪ ব্যাচের পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত
পার্বতীপুর(দিনাজপুর)প্রতিনিধি:
পার্বতীপুর শহরের প্রানকেন্দ্রে অবস্থিত বঙ্গবন্ধু সরকারী উচ্চ বিদ্যালয়ে ২০২৪ সালের এসএসসি ব্যাচের বিদায় ও ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থীদের নবীন-বরণ ও দোয়া খায়ের অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১১ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানটিতে প্রধান অতিথি ছিলেন, পার্বতীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামানিক। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তারুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন (মোমিন) ও রুকশানা বারী রুকু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক অভি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত বিদ্যালয়ের দুই শিক্ষক যথাক্রমে নূর আলম ও প্রদীপ কুমারের অবসরজনিত বিদায়ও দেয়া হয়। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীরা বিদায়ী বক্তব্য ও বিদায় গ্রহণকারী শিক্ষার্থীরাও বক্তব্য দেন। স্কুল কতৃপক্ষ উপস্থিত সকল শিক্ষার্থীকে মিষ্টিমুখ করান। অনুষ্ঠানের শেষের দিকে দোয়া-খায়ের অনুষ্ঠিত হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্কুলের সহকারী শিক্ষক নূরুল হুদা।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্কুলের দাতা সদস্য, অভিভাবক সদস্য সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।