৬ বৈশাখ, ১৪৩২ - ২০ এপ্রিল, ২০২৫ - 20 April, 2025

বঙ্গবন্ধুর ম্যুরালে বেরোবি অফিসার্স অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

আমাদের প্রতিদিন
1 year ago
194


বেরোবি প্রতিনিধি:

স্বাধীনতার মহান স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল এবং প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়ার সমাধিসৌধে ফুলেল শ্রদ্ধা জানিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) অফিসার্স অ্যাসোসিয়েশনের নব নির্বাচিত কমিটি।

অফিসার্স অ্যাসোসিয়েশনের নব নির্বাচিত সভাপতি মো. ফিরোজুল ইসলাম ও সাধারণ সম্পাদ তাপস কুমার গোস্বামীর নেতৃত্বে রবিবার শ্রদ্ধা জানায় নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন অ্যাসোসিশনের সহ সভাপতি পদে ড. মো. জিয়াউল হক, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ আল আসাদ রুবেল, কোষাধ্যক্ষ জহুরুল ইসলাম, দপ্তর ও প্রচার সম্পাদক আবু তাহের মোস্তফা আল আরিফ, ক্রিয়া ও সংস্কৃতি বিষয়ক সাকিনা আক্তার সীমা, সমাজ কল্যাণ সম্পাদক এ কে এম রাহিমুল ইসলাম।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন অ্যাসোসিশনের সদস্য মোর্শেদ উল আলম রনি, মোস্তাফিজুর রহমান মন্ডল, মোহাম্মদ আলী, মাসুদার রহমান, মোবাশ্বেরুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের এবং দেশ ও জাতির জন্য দোয়া করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth