৩ আষাঢ়, ১৪৩২ - ১৭ জুন, ২০২৫ - 17 June, 2025

রংপুর চক্ষু হাসপাতালে বিনামূল্যে চক্ষু চিকিৎসা অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
1 year ago
754


নিজস্ব প্রতিবেদক:

বড়ভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলার রহমান বলেছেন, গ্রামের গরীব অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা, চোখের রোগ নির্ণয় এবং অপারেশন করা  একটি মহৎ উদ্যোগ। আজ মঙ্গলবার সকালে রংপুরের পার্শ্ববর্তী ১নং বড়ভিটা ইউনিয়ন পরিষদ চত্বরে রংপুর চক্ষু হাসপাতাল ও মানবিক সাহায্য সংস্থা আয়োজিত বিনামূল্যে ছানিপড়া, চক্ষু অপারেশন ও চশমা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চক্ষু হাসপাতালের সম্পাদক অ্যাডভোকেট জাহিদুল ইসলাম সিদ্দিকী ও মানবিক সাহায্য সংস্থার পিও আকরাম।  সভাপতিত্ব করেন এম.ডি বুলবুল আহমেদ,  জিএম সুব্রত বর্মন, মোঃ আকরাম হোসেন,  সহকারী প্রোগ্রাম অফিসার আহসান ফেরদৌস। মানবিক সাহায্য সংস্থা ঢাকার প্রতিনিধি আহতাব ফেরদৌস। বক্তারা দীর্ঘ তিন বছর যাবৎ রংপুর জেলার বিভিন্ন উপজেলা ইউনিয়ন ও স্কুল কলেজ প্রাঙ্গনে চক্ষু শিবির করে আসছে যা একটি উজ্জ্বল দৃষ্টান্ত বলে সুধীজন মনে করেন। ৭০০ জন রোগীর মধ্যে বাছাই করে ১৬২ জনের বিনামূল্যে চোখের  ছানি অপারেশন করা হয় এবং সাদা চশমা প্রদান করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth