বিরামপুরে বাসের ধাক্কায় বাইসাইকেল চালক নিহত
বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি:
দিনাজপুর—গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর টাটকপুরে ঢাকাগামী হানিক কোচের ধাক্কায় বাইসাইকেল চালক হানিফ (৫০) নিহত হয়েছেন। তিনি টাটকপুর গ্রামের মৃত: আমির উদ্দিনের ছেলে।
জানা গেছে, নিহত হানিফ বিরামপুর বাজার থেকে সোমবার রাত ১০ টার দিকে বাসায় ফিরছিলেন। এসময় দিনাজপুর থেকে ঢাকাগামী হানিফ কোচের ধাক্কায় তিনি আহত হন। তাকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ তাহাজুল ইসলাম তাকে মৃত: ঘোষণা করেন।
বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, এঘটনায় থানায় মামলা হয়েছে এবং পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।