বীরগঞ্জে ট্রাকের চাপায় এক কৃষি শ্রমিকের মৃত্যু
বীরগঞ্জ (দিনাজপুর)প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে ট্রাকের চাপায় মোঃ আলম হোসেন (৪৫)নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে।
মোঃ আলম হোসেন উপজেলার ভোগনগর ইউনিয়নের কালাপুকুর গ্রামের মোঃ আবুল হোসেনের ছেলে।
আজ (১২ ফেব্রু: )সোমবার সন্ধ্যায় উপজেলার ভোগনগর ইউনিয়নের দিনাজপুর—পঞ্চগড় সড়কের ছোট বটতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
উপজেলা ফায়ার ষ্টেশনের ওয়ারহাউজ ইন্সেপেক্টর মোঃ মেরাজ আলী জানান, কৃষি জমিতে কাজ শেষে বাইসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন মোঃ আলম হোসেন। পথে ঠাকুরগাঁওগামী একটি ট্রাক তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। সংবাদ পেয়ে ফায়ার ষ্টেশনের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে বীরগঞ্জ থানার এসআই রেজাউল ইসলামের কাছে হস্তান্তর করে।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে, স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে আটক করে পুলিশের দিয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।