রংপুরে সানসাইন জাতের উন্নত আলু বীজের মাঠ দিবস
খবর বিজ্ঞপ্তির:
আজ (১৩ ফেব্রু: ) মঙ্গলবার সকালে কাউনিয়ার ভেলুপাড়ার সাবেক ইউঃ চেয়ারম্যান আমজাদ হোসেনের বাড়ির উঠানে, এগ্রিকনসার্ন কর্তৃক আমদানীকৃত হল্যান্ড এর বিশ্ববিখ্যাত বীজ আলু সান সাইন এর উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়। শহীদবাগ ইউঃ পরিষদের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সিআইপি, ড, শেখ আব্দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেদারল্যান্ড নাগরিক Den Hartigh B,V Netherlands Mr, Bernardus Rogier krijger, বি এ ডিসির সাবেক যুগ্ম পরিচালক বোরহান উদ্দিন, ডোমার ফার্ম এর ডিডি আবু তালেব ও আলু বীজ এর উপ পরিচালক আব্দুল হাই। সার্বিক তত্বাবধান ও উদ্যোগী হিসাবে বক্তব্য রাখেন শাহ জাহান মিয়া ও মোস্তাফিজার রহমান। কৃষকদের মধ্যে আলেচনা করেন মুশফিকুর রহমান, মোস্তাফিজার রহমান বাবু ও মানিক মিয়া। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাহমুদ হাসান তুহিন। সান সাইন জাতের বীজ আলু নিয়ে গান পরিবেশন করেন বেলাল হোসেন। এগ্রিকনসার্ন, ৬৭ পুরানা পল্টন- লাইন ঢাকার আয়োজনে অনুষ্ঠানটি পরিচালনা করেন বেলাল হোসেন। অনুষ্ঠান শেষে সকলেই সান সাইন জাতের আলুর ক্ষেত পরিদর্শন করেন এবং বাম্পার ফলন হয়েছে বলে মন্তব্য করেন ড, শেখ আব্দুল কাদের ও নেদারল্যান্ডস নাগরিক বার্নারদাস।