গঙ্গাচড়ায় অতিদরিদ্র ক্ষুদ্র ব্যবসায়ী পরিবারের স্বচ্ছলতা ফেরাতে ব্যবসায়ী সামগ্রী বিতরণ
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় অর্থনৈতিক উন্নয়ন আনয়নের লক্ষ্যে অতিদরিদ্র পরিবারের মাঝে ক্ষুদ্র ব্যবসায়ী সামগ্রী বিতরণ করা হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গঙ্গাচড়া এরিয়া প্রোগ্রাম এর আয়োজনে রবিবার সকালে গঙ্গাচড়া এপি অফিস চত্বরে ওয়ার্ল্ড ভিশন হংকং এর সহোযোগিতায় উপজেলার নির্বাচিত অতিদরিদ্র ২০ টি ক্ষুদ্র ব্যবসায়ী পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরাতে ব্যবসার সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে গঙ্গাচড়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু, উপজেলা সমাজসেবা অফিসার মোসাদ্দেকুর রহমান,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার লিওবার্ট চিসিম,
প্রোগ্রাম অফিসার ফারুক হোসেন, লাইভলীহুড প্রকল্পের টেকনিক্যাল স্পেশালিস্ট তাহমিদুর রহমান, প্রোগ্রাম অফিসার খ্রিস্টিনা ক্রুসসহ সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।