১৯ অগ্রহায়ণ, ১৪৩১ - ০৩ ডিসেম্বর, ২০২৪ - 03 December, 2024

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ব্যবস্থাপনার কারণেই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তরা সহায়তা পাচ্ছেন-এমপি বাবলু

আমাদের প্রতিদিন
9 months ago
498


গঙ্গাচড়া(রংপুর)প্রতিনিধি:

রংপুর-১ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান বাবলু বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে আমাদের প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশের প্রতিটি মানুষের কথা তিনি চিন্তা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ব্যবস্থাপনার কারণেই বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিরা সমাজসেবা দপ্তরের মাধ্যমে চিকিৎসা সহায়তা পাচ্ছেন।  দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তরা যেন সঠিকভাবে চিকিৎসা করাতে পারেন। তারা যেন সুস্থ ব্যক্তির মতো সমাজে বসবাস করতে পারেন। সৃষ্টিকর্তা যেন সবাইকে সুস্থ রাখেন। সোমবার বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে  উপজেলা পরিষদ হলরুমে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় বিভিন্ন রোগে আক্রান্ত ৪৫ জন রোগীকে ৫০ হাজার করে টাকার চেক দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না'র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন। 

অনুষ্ঠানে উপজেলা ভাইস চেয়ারম্যান সাজু আহমেদ লাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মোসাদ্দেকুর রহমান, সমবায় কর্মকর্তা আফতাবুজ্জামান চয়নসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।  অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক সফিয়ার মোঃ জাকিউল আলম স্বপন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth