ঘোড়াঘাট এসিআই বীজ আলুর মাঠ দিবস অনুষ্ঠিত
ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে টিস্যু কালচার প্রযুক্তিতে উৎপাদিত উচ্চ ফলনশীল এসিআই বীজ আলুর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে ঘোড়াঘাট উপজেলার ভেলামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। এসিআই সীডের আয়োজনে ও স্থানীয় সমাজসেবক মামুনুর রশিদের সভাপতিত্বে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুজ্জামান।
অনুষ্ঠানে এসিআই সীডের এরিয়া সেলস্ ম্যানেজার রেজাউল করিমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এসিআই সীড হেড অফিসের সেলস্ ম্যানেজার ইকবাল হোসেন, উপজেলার রানীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও এসিআই বীজ ডিলার মেসার্স তনু ট্রেডার্স এন্ড সীড স্টোরের স্বত্বাধিকারী এটিএম মাহফুজুর রহমান। আরও বক্তব্য রাখেন, এসিআই সীড এর মার্কেটিং অফিসার মিঠু মিয়া, স্থানীয় আলু চাষী নুরুল হক, চাঁন মিয়া প্রমুখ।
এ সময় বক্তারা এসিআই আলু বীজ ও এ আলুর ফলন বিষয়ে দিক নির্দেশনা ও পরামর্শমূলক বক্তব্য প্রদান করেন। পরে অতিথি, কৃষক ও উপস্থিত সকলে এসিআই বীজ আলুর প্রদর্শনী মাঠ পরিদর্শন করেন।