২৪ ভাদ্র, ১৪৩১ - ০৮ সেপ্টেম্বর, ২০২৪ - 08 September, 2024
amader protidin

ঘোড়াঘাটে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রাপ্তদের সম্মাননা ও পুরস্কার বিতরণ

আমাদের প্রতিদিন
6 months ago
120


ঘোড়াঘাট(দিনাজপুর)প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রাপ্ত-২০২৩ এর শ্রেষ্ঠদের সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ ফেব্রুযারি) দুপুরে উপজেলার খোদাদাদপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাকক্ষে এ সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম।

অনুষ্ঠানে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ওয়াকিল আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আরিফ আহমেদ, উপজেলা  শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম, উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর শাহিদুল ইসলাম, দিনাজপুর জেলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রাপ্ত শ্রেষ্ঠ সভাপতি মনোরঞ্জন মোহন্ত ভুট্টু। আরও বক্তব্য রাখেন, দক্ষিণ জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়লা আঞ্জুমান আরা, ঘোড়াঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদা বেগম, খোদাদাদপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এহসানুল হক, কানাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাহাইদুল ইসলাম, বেলওয়া আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফারুক হোসেন প্রমুখ।

পরে অতিথিরা জেলা ও উপজেলা পর্যায়ে নির্বাচিত বিভিন্ন ক্যাটাগরির ৮ জনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

সর্বশেষ

জনপ্রিয়