তারাগঞ্জ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মযার্দায় পালিত

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
সারাদেশের ন্যায় রংপুরের তারাগঞ্জ উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মযার্দায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্প্যমাল্য অর্পণ করেন উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান লিটন ও ইউএনও মোঃ রুবেল রানা। এসময় উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন, বিএনপি, জাতীয়পাটি, জাসদ, তারাগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন পুস্পস্তর্বক অপর্ন করেন।