পলাশবাড়ীতে মহান শহীদ দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি :
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ ২১ ফেব্রুয়ারী বুধবার সকালে উপজেলা পরিষদ মিলায়তনে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসানের সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সাবেক পৌর প্রশাসক আবু বকর প্রধান, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব,থানা অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন।
আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম রফিকুল ইসলাম রিপন, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম,উপজেলা কৃষি অফিসার ফাতেমা কাওসার মিশু, প্রানী সম্পদ কর্মকর্তা হারুন আর রশীদ,রিপোর্টার্স ইউনিটির সভাপতি আশরাফুল ইসলামসহ শিক্ষক ও শিক্ষার্থীরা। এসময় উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ,শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে প্রমিত বাংলা বানান প্রতিযোগীতা,সাংস্কৃতিক,আবৃতি ও রচনা, চিত্রাংঙ্কন সহ বিভিন্ন প্রতিযোগীতায় অংশ গ্রহনকারি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।