গঙ্গাচড়ায় বিপি দিবস পালিত
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় নানা কর্মসূচি পালনের মধ্যে দিয়ে দিনব্যাপী বিপি দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল পতাকা উত্তোলন, প্রার্থনা সংগীত, র্যালি, স্কাউটিং মূল্যায়ন, দক্ষতা উন্নয়ন, দলীয় উপস্থাপনা,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। বাংলাদেশ স্কাউটস গঙ্গাচড়ার আয়োজনে বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর ১ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান বাবলু। উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না'র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গঙ্গাচড়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা, আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, বাংলাদেশ স্কাউট গঙ্গাচড়ার কমিশনার মতিয়ার রহমান, সম্পাদক আবুল কাশেম, উপজলা স্কাউট লিডার নাজির হোসেন ফারুক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক ও উপজেলা কাব লিডার সফিয়ার মোঃ জাকিউল আলম স্বপন।