রংপুরে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক:
রংপুরে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে রংপুর টাউনহলে রংপুর জেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের আয়োজনে কেক কাটা, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ হয়েছে।
রংপুর জেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি মারুফ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড রংপুর জেলা শাখার পরিচালক এ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উপ-তথ্য প্রযুক্তি ও গবেষণা সম্পাদক সাইফুল ইসলাম সুইট। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলা আওয়ামী লীগ আহবায়ক কমিটির সদস্য আবু তালহ্া বিপ্লব।
অনুষ্ঠানটি সঞ্চলনা করেন রংপুর জেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ আল-মামুন। সার্বিক তত্বাবধানে ছিলেন রংপুর জেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সিনিয়র সহ সভাপতি নেওয়াজ শরীফ খাঁন জয়। এসময় রংপুর মহানগরীর আটটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে মিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।